মামলার বাদী আরিফ হোসেন জানান, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালত চত্বরে মারধর করেছে। আমি ওদের ফাঁসি চাই।এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার জানান, আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। এ আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি। এ ব্যাপারে ওই...