পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে বড় ধরনের সংঘর্ষে আফগানিস্তানে ৯ জন ও পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। খবর এএফপির। তালেবান বাহিনী শনিবার গভীর রাতে এই হামলা চালায়। তাদের দাবি, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার বদলা নিতেই তারা এই হামলা করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই নিহতের সংখ্যা দাবি করেন। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি। এএফপিও হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। মুজাহিদ আরও জানান, সৌদি আরব, ইরান ও কাতারের মধ্যস্থতার ফলে আমরা মধ্যরাতে প্রতিশোধ গ্রহণ বন্ধ করেছি, যদিও রোববার ভোরে পাকিস্তানি সেনারা আফগান বাহিনীর ওপর আক্রমণের অভিযোগ এনেছে তালেবান। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আফগানিস্তানের উসকানির তীব্র নিন্দা করেছেন। তিনি তালেবান...