মিসরের লোহিত সাগর উপকূলীয় শহর শারম আল-শেখের কাছে গাড়ি দুর্ঘটনায় তিন কাতারি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে কায়রোতে কাতার দূতাবাস জানিয়েছে, নিহত তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক দফতর ‘আমিরি দিওয়ান’-এর কর্মকর্তা ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। দূতাবাস ঘটনাটিকে একটি ‘দুঃখজনক সড়ক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিন কর্মকর্তা দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। আহতরা বর্তমানে শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কায়রোয় অবস্থিত কাতার দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। প্রার্থনা করছে, মহান আল্লাহ তাদেরকে অফুরন্ত রহমত...