ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। নভেম্বরে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি হবে অ্যাঙ্গোলার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ভারতে। তবে টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে। ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে...