বয়স ৩৮, তবু যেন সময় থেমে আছে লিওনেল মেসির জন্য। মাঠে নামলেই রেকর্ড ভাঙা এখন তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবারও তাই—মেজর লিগ সকারে (এমএলএস) জ্লাতান ইব্রাহিমোভিচকেও ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি শনিবার রাতে ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল। তাতেই এক মৌসুমে নবমবারের মতো দুই বা ততোধিক গোল করার নজির গড়লেন তিনি—যা এমএলএস ইতিহাসে একক রেকর্ড।এই জোড়া গোলের পর লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৬। গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনি দুই গোলে এগিয়ে আছেন এলএএফসি’র তারকা দ্যনি বুয়াঙ্গার চেয়ে। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) পুরস্কারও ধরে রাখার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। যদি পারেন, তবে হবেন এমএলএস ইতিহাসের প্রথম ফুটবলার যিনি পরপর দুই মৌসুমে এই পুরস্কার জিতবেন।মৌসুমে এখন পর্যন্ত মেসির গোল...