কক্সবাজার সৈকতের বালিয়াড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অর্ধশত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে সৈকতের বালিয়াড়ি দখলে বসানো অন্তত ৫০টি দোকানপাট ও স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। এর আগে দুপুর ২ টার মধ্যে মালিকদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়ছিল। কিন্তু স্থাপনাগুলো নিজেরা সরিয়ে না নেওয়ায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম ) মো. শাহিদুল আলম বলেন, সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো স্থাপনা শনিবার (১১ অক্টোবর...