লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৮ নং বুড়িমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকায় একটি কালভার্টের সংযোগ সড়ক সম্প্রতি পানির স্রোতে ভেঙে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়রা। রোববার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভেঙে যাওয়া কালভার্টের সংযোগ সড়কটি নিজ হাতে মেরামত করে দেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি অতিবৃষ্টির কারণে ওই স্থানে যে কালভার্ট রয়েছে সেটি দিয়ে পর্যাপ্ত পানি প্রবেশ করতে পারে না। ফলে অতিরিক্ত পানির চাপে সংযোগ সড়কটির একপাশের মাটি ধসে ভেঙে যায় এবং বড় গর্ত সৃষ্টি হয়। এর ফলে পাশে থাকা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। ওই এলাকার কয়েকজন স্কুল শিক্ষার্থী জানান, রাস্তা ভেঙে গর্ত...