কুয়াকাটা পৌরসভায় কর বাকি রয়েছে কোটি টাকার বেশি। বকেয়া কর আদায়ে পৌরসভার উদ্যোগে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এসময় কুয়াকাটার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌরসভার এই আয়োজনকে সাধুবাদ জানান। রবিবার (১২ অক্টোবর) সকালে রেলি এবং আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হওয়া এই মেলায় পৌরবাসীদের কর পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াছিন সাদেক, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ঘরামি, কুয়াকাটা পৌর জামায়াত ইসলামের সাবেক আমির মাও. মাঈনুল ইসলাম মান্নানসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, নিজেদের পৌরসভাকে সচ্ছল ও স্বয়ংসম্পূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিয়মিত...