বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে। শিক্ষকদের এই জোট মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদানের দাবি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে। এর আগে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। এদিকে, রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান ব্যবহার করে। একই সময়ে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়। এর আগে, দুপুরে প্রেসক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। তবে আরেকটি পক্ষ প্রেসক্লাবের সামনের অবস্থান অব্যাহত রাখতে চান। একই...