চট্টগ্রাম:জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামী দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা জনগণের পক্ষ থেকে ৫ দফা যৌক্তিক দাবি পেশ করছি, যাতে দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের পথ সুগম করা, পিআর পদ্ধতি চালু, এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিসহ জামায়াতের ৫ দফা গণদাবি মেনে নেওয়ার আহবান জানাই। রোববার (১২ অক্টোবর) সকালে পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে জামায়াত নেতারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে তিনি আরও বলেন, এ স্মারকলিপিতে দেশে রাজনৈতিক সংহতি ও স্থিতিশীলতার জন্য ৫ দফা গণদাবি উপস্থাপন...