সোয়া ৮ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দিতে চট্টগ্রামে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। রোববার সকালে নগরীর চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং প্রবর্তক মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যত। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচি সফল করতে হবে। অভিভাবকদের অনুরোধ করছি, নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। “টাইফয়েড টিকা কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও পাবে। তাই আমরা কমিউনিটি পর্যায়েও টিকাদান চালাব, যেন কোনো শিশু বাদ না যায়।” মেয়র বলেন, “টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা। “অনেক অভিভাবক অজান্তে বারবার অ্যান্টিবায়োটিক...