চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্বোধন হয়েছে। রোববার সকালে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সকলকে নিবন্ধনের আওতায় আনা হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, কারণ সরকার এটি বিদেশ থেকে ক্রয় করেছে। ক্রয়কৃত জিনিস কখনও খারাপ হয় না। পুরো মাস জুড়ে ক্যাম্পেইন চলবে। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। কার্যক্রম সফল করতে সকলকে যথাযথভাবে সহযোগিতা করতে হবে।” সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান এবং...