মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে ছুটে এসেছিল বাংলাদেশে। মানবতার ডাকে সাড়া দিয়ে সরকার ১২ লক্ষাধিক রোহিঙ্গার আবাসন ও জীবন ধারণের ব্যবস্থা করে চলেছে বছরের পর বছর ধরে। অথচ বংশ পরম্পরায় বসবাস করেও ফেনীর অর্ধ লক্ষাধিক পরিবার নিজভূমে পরবাসী হয়ে আছেন। এ দুর্ভোগ থেকে নিস্তারে আকুতি-মিনতি জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। অনোন্যপায় হয়ে তারা এখন প্রধান উপদেষ্টার সহৃদয় হস্তক্ষেপের আশায় প্রহর গুণছেন। ভুক্তভোগীদের তথ্যানুযায়ী, সাত দশকের বেশি সময় ধরে নিজ ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বংশ পরম্পরায় বসবাস করে আসছিলেন হাজার হাজার পরিবার। কেউ কেউ গড়ে তুলেছিলেন দালান-কোঠাও। কিন্তু তারা এখন ভুগছেন অস্তিত্ব সংকটে। বাৎসরিক খাজনার পরিবর্তে তাদের কাছে দাবি করা হচ্ছে মাসিক ভাড়া। এতে করে আতংকগ্রস্ত হয়ে দিনাতিপাত করছেন ফেনী সদর উপজেলার বারাহিপুর, বিরিঞ্চি, সুলতানপুর, ধর্মপুর, হাসপাতাল রোড ও...