প্রশাসনের আশ্বাসে বান্দরবান জেলায় বাজারফান্ডের লিজের মেয়াদ বৃদ্ধিসহ আট দফা দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিকেলে (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক শাহজালাল রানা, গণমাধ্যমকর্মী মিনারুল হক, আলাউদ্দীন শাহরিয়ার, এইচ এম সম্রাট, মোজাম্মেল হক লিটন প্রমুখ। সভা শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, আট দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন দাবি পূরণের আশ্বাস...