এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বরুমচড়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের রমজান আলী প্রঃ আক্কর ও ৮নং ওয়ার্ডের মো. হারুন। এরআগে অন্য ঘটনায় আটক হয়ে জেল হাজতে যায় ঘটনার প্রধান সাইফুল। এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এঘটনার প্রধান আসামি সাইফুলের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত ২জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর সিএনজি চালক সাজ্জাদ (২২) হত্যাকান্ডের জট খুলেছে আনোয়ারা থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তারের পর জানা যায় ঘটনার আসল রহস্য। এনিয়ে গত শনিবার রাত ০৯টায় আনোয়ারা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন...