শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপকে ফ্যাসিবাদের স্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ৪৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগবঞ্চিত চিকিৎসকদের দাবিতে ‘নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম’-এর আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।সাইফুল হক বলেন, “জনতা তার ন্যায্য দাবিতে রাজপথে নামবেই। কিন্তু তা দমনে পুলিশ লেলিয়ে দিয়ে যে দমন-পীড়ন চালানো হচ্ছে, তা জালিম শাসনেরই প্রকাশ। এভাবে চলতে থাকলে তা আর মেনে নেওয়া হবে না।”সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট প্রকট। অথচ ৪৮তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ বহু চিকিৎসক এখনো নিয়োগের অপেক্ষায়। এই চিকিৎসকদের দ্রুত নিয়োগ দিতে হবে।”তিনি আরও বলেন, এই দাবি শুধুই চাকরির জন্য নয়, বরং দেশের স্বাস্থ্যখাতকে...