দেশে দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। খাবার, বিদ্যুৎ–গ্যাস, স্বাস্থ্য ও শিক্ষা খরচ—সবকিছুর দাম বাড়ার কারণে মানুষের প্রকৃত আয়ের সঙ্গে খরচ মেলানো কঠিন হয়ে পড়েছে। মধ্যবিত্ত পরিবারের মাসের শেষে বাজেট সামলানোও হয়ে উঠছে চ্যালেঞ্জ। তবে কিছু সচেতনতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতিতে সংসারের খরচ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিচে এমন ১০টি উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে খরচ কমানো ও সঞ্চয়—দুটিই সম্ভব: কোনো জিনিস কেনার আগে ভাবুন, এটি কি সত্যিই প্রয়োজন, নাকি শুধু ইচ্ছা? যেমন, রেস্টুরেন্টে খাওয়া, অনলাইন শপিং বা নতুন পোশাক—এসব খরচে অল্প-অল্প সঞ্চয় অনেক। মাসের শুরুতেই আয় ও ব্যয়ের হিসাব করে নিন। উদাহরণস্বরূপ: ৬০% প্রয়োজনীয় খরচ, ২০% ইচ্ছাপূরণ ও ২০% সঞ্চয়। প্রয়োজনে এই অনুপাত সামঞ্জস্য করা যায়। চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান—নিত্যপ্রয়োজনীয় জিনিস...