পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তানের ২৩ সেনা নিহত এবং অন্তত ২০০ তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক জনসংযোগ দফতর (আইএসপিআর) রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, শনিবার দিবাগত রাতে আফগান তালেবান এবং ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা তথাকথিত ফিতনা আল-খারিজ সংগঠন পাকিস্তানের সীমান্তে একাধিক স্থানে ‘অঘোষিত ও উস্কানিমূলক হামলা’ চালায়। এই হামলার লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চলগুলো অস্থিতিশীল করা ও জঙ্গিদের অনুপ্রবেশে সহায়তা করা। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সীমান্তজুড়ে হামলাকারীদের প্রতিহত করে এবং তালেবান ও সংশ্লিষ্ট খারিজ গোষ্ঠীর ওপর ক্ষয়ক্ষতি করেছে। আইএসপিআরের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আফগান ভূখণ্ডের ভেতর থাকা তালেবান ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর হামলা চালানো হয়। এসব হামলায় ফিতনা আল-খারিজ, ফিতনা আল-হিন্দুস্তান এবং আইএসকেপি (আইএস)-এর...