কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন শুধু কাজের সহায়ক নয়, বরং দৈনন্দিন জীবন ও পেশাগত যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ইমেইল খসড়া তৈরি থেকে শুরু করে জটিল প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত—এই চ্যাটবটগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহারে এনে দিয়েছে বিপ্লব। সম্প্রতি প্রকাশিত এক ইনফোগ্রাফিকে ২০২৫ সালের সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি এআই চ্যাটবটের তালিকা প্রকাশ করা হয়েছে, যা দেখায় কোন প্ল্যাটফর্ম কতটা প্রভাব বিস্তার করেছে এবং নতুন প্রতিযোগীরা কত দ্রুত এগিয়ে আসছে। অপরাজিত ChatGPT: শীর্ষেই আধিপত্য২০২৫ সালেও চ্যাটবট দুনিয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে ChatGPT। এই বছর প্ল্যাটফর্মটিতে ভিজিট হয়েছে ৪৬.৫ বিলিয়নেরও বেশি, যা মোট চ্যাটবট ট্রাফিকের ৪৮.৩৬ শতাংশ। অর্থাৎ বাকি দশটি জনপ্রিয় চ্যাটবটের সম্মিলিত ব্যবহারও ChatGPT-এর কাছাকাছি পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, এর ব্যবহার বেড়েছে আগের বছরের তুলনায় ১০৬ শতাংশ, যা প্রমাণ করে যে ChatGPT শুধু...