ভারতের মদদে স্বৈরাচারের দোসররা শান্ত এদেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের মনে নাই ৫ আগস্টে এদেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে, আগামীতে কেউ বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালালে তাদেরকেও শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম সরকার। তিনি আরো বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। প্রয়োজন আমরা আবারও রাজপথে নেমে এ দাবী মানতে বাধ্য করবো। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল, আমরা এদেশের মানুষের পাশে বিগত ছিলাম, আগামীতে থাকবো। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানপ্রদান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) বিকেল...