কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এসব তথ্য জানান। হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম। এ মামলায় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার খিলক্ষেতের ডুমনী বাজার থেকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। মামলার অভিযোগে বলা...