সার্বভৌমত্বের প্রশ্নে আফগানিস্তানের সাথে কোনো ‘আপস করবে না’ বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তালেবানের হামলার জবাবে পাকিস্তানও রাতারাতি প্রতিবেশী দেশটির একাধিক সীমান্ত চৌকি ধ্বংস করেছে বলে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন পত্রিকা’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডন-এর প্রতিবেদনে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ-এর তরফ থেকে প্রকাশিত একটি এক্স পোস্টেরও উল্লেখ আছে। নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি নিউজ লিখেছে, ‘পাকিস্তান এখন পর্যন্ত আফগান সীমান্তে ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে, যেখান থেকে পাকিস্তানের উপর হামলা চালানো হচ্ছিল।’ নিরাপত্তা সূত্র আরও বলছে, ‘চৌকিগুলোতে উপস্থিত আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে।’ এছাড়া কিছু চৌকিতে অগ্নিসংযোগের কথাও জানিয়েছে পাকিস্তান। এদিকে রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ‘পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর,...