খুলনা :ত্রয়োদশ জাতীয় সংসদস নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই-ঘোষণা করছে। ঠিক তখন খুলনা জেলার দাকোপ উপজেলার বেশ কিছু নেতা নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে প্রতিষ্ঠার তোড়জোড় শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানীতে জানা যায়, শেখ হাসিনার আস্থাভাজন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা ননী গোপাল মণ্ডলের বেশ কিছু অনুসারীরা পলাতক ননী গোপালের নির্দেশনায় গোপন বৈঠক করেছেন। সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সিলেকশন প্যানেল চেয়ারম্যান-১, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত গোপনীয় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অশোক গাইন, ৫নং ওয়ার্ডের...