পৃথিবীর মহাকাশ অভিযানের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে একটি গ্রহাণু, যা দ্রুত চাঁদের দিকে ধেয়ে আসছে। সেই হুমকি মোকাবিলায় নজিরবিহীন এক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা—ইতিহাসে প্রথমবারের মতো পৃথিবীর বাইরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা করছে তারা। এই পারমাণবিক হামলার লক্ষ্য চাঁদ নয়, বরং চাঁদমুখী সেই গ্রহাণুটি। যে কারণে তৈরি হলো চরম সতর্কতাসম্প্রতি আবিষ্কৃত ২০২৪ ওয়াইআরএফ (2024 YRF) নামের একটি গ্রহাণু চাঁদের দিকে ধেয়ে আসছে। এর ব্যাস প্রায় ৫৩ থেকে ৬৭ মিটার। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই গ্রহাণুটি চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়লে 'লুনার ইজেক্টা' নামক একটি বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এই ঘটনা ঘটলে চাঁদের মাটি থেকে বিপুল পরিমাণ ধূলিকণা ও পাথরের কণা উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীর নিম্ন কক্ষপথে ছড়িয়ে পড়বে। এই ভাসমান কণাগুলো উচ্চ গতিতে মহাকাশ যান, স্যাটেলাইট এবং আন্তর্জাতিক...