ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহের এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) ২০২৩ পরীক্ষার ফলাফল সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম ফলাফল প্রকাশ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://iau.edu.bd/notice/) ফলাফল পাওয়া যাবে।এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, শিক্ষার্থীদের সেশনজট নিরসনের লক্ষ্যে ভাইস চ্যান্সেলরের নির্দেশনা মোতাবেক দিন-রাত এমনকি ছুটির দিনে লাগাতার কাজ করে মাত্র ২০ দিনে এ বছর আমরা ফলাফল প্রকাশ করছি। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে ছয়টি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়গুলো হলো- আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক...