সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের পতন হয়েছে। এর মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি। এর আগে চীনের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এই নতুন ঘোষণা বাজারকে একেবারে অস্থির করে দিয়েছে।রোববার (১২ অক্টোবর ) সকালে জানা গেছে, ক্রিপ্টোকারেন্সির বাজারে মোট ৪০০ বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে। অনেক বড় বড় মুদ্রার দাম অনেকটা কমে গেছে। বিশেষ করে বিটকয়েন, ইথার, সোলানা ও বাইন্যান্সের দাম বেশ কমেছে।বিটকয়েনের দাম গত সপ্তাহে প্রায় ১০.৭২% কমে ১১ হাজার ৭৪ ডলারে নেমে এসেছে। বাইন্যান্সের দামও ৪% কমে প্রতি কয়েন ১,১২৫ ডলারে নেমেছে। ইথারের দাম সবচেয়ে বেশিই কমেছে, প্রায় ১৬.৯৯% কমে ৩,৭৮৫ ডলারে নেমেছে। সোলানার দামও প্রায় ২৩% কমে ১৭৭ ডলারে নেমেছে। আর কসমসের দাম ২৫.৯৬% কমে ৩.১২ ডলারে...