ক্রোমের নতুন আপডেটে এমন এক ফিচার আসছে, যা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত নোটিফিকেশন বন্ধ করে দেবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ক্রোমের এই নতুন ফিচার অতিরিক্ত নোটিফিকেশনের ঝামেলা কমাতে সাহায্য করবে। ফিচারটি চালু থাকলে ব্যবহারকারী সম্প্রতি কোনো ওয়েবসাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট না করলে স্বয়ংক্রিয়ভাবে সেই সাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করে দেবে ক্রোম। নতুন ফিচারটি কিছুটা ক্রোমের ‘সেইফটি চেক’ ফিচারের মতো, যা ক্যামেরা বা লোকেশন ব্যবহারের অনুমতির ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নিয়ে থাকে। নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইস ও ডেস্কটপ উভয় সংস্করণে ধীরে ধীরে চালু করবে গুগল। এ ফিচারের মাধ্যমে কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল হলে ক্রোম নিজেই ব্যবহারকারীকে সেই বিষয়ে জানিয়ে দেবে। একবার কোনো সাইটের অনুমতি বাতিল হলে ব্যবহারকারী চাইলে ‘সেইফটি চেক’ অপশন থেকে বা সরাসরি সেই সাইটে গিয়ে নোটিফিকেশন পুনরায় চালু করতে পারবেন।...