বিশ্বজুড়ে আবারও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের মেয়ররা। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাপান সফরের সময় যেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরমাণু বোমা বিধ্বস্ত এই দুই শহর পরিদর্শন করেন। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ও নাগাসাকির মেয়র শিরো সুজুকি যৌথভাবে ট্রাম্পের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন হিরোশিমা ও নাগাসাকিতে গিয়ে যুদ্ধের ভয়াবহ পরিণতি নিজ চোখে দেখার জন্য। ওই চিঠিটি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ও জাপান ট্রাম্পের এশিয়া সফরসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা করছে। আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। চিঠিতে দুই মেয়র উল্লেখ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৮০...