চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আবাসিক হলগুলোতে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় এ. এফ. রহমান হলের ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষ থেকে দুইজন বহিরাগতকে সনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।শনিবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে এ. এফ. রহমান হলের ১৩২ নম্বর রুমে তল্লাশি চালিয়ে দুইজন বহিরাগতকে সনাক্ত করা হয়। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মাধ্যমে ছেলেদের সোহরাওয়ার্দী হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলে তল্লাশি চালায়। তল্লাশির সময় হলের বিভিন্ন রুমে বহিরাগত শনাক্ত, অবৈধ সিটধারীদের চিহ্নিতকরণ এবং সন্দেহজনক মনে হলে রুমগুলোতে তল্লাশি চালিয়েছে। এ সময় তল্লাশিতে সোহরাওয়ার্দী হলের একাধিক শিক্ষার্থীর হল কার্ড পাওয়া যায়নি, এমনকি অন্যের সিটে আছেন এমন শিক্ষার্থীর সংখ্যাও অনেক। পাশাপাশি শহীদ ফরহাদ হোসেন হলে আসন...