আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাতভর হামলায় পাকিস্তানের সেনাবাহিনী বেশ কয়েকটি সামরিক পোস্ট গুঁড়িয়ে দেওয়ার পর তারা এ হুঁশিয়ারি দেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান এখন পর্যন্ত আফগান সীমান্তে তালেবান নিয়ন্ত্রিত ১৯টি পোস্ট দখল করেছে। এসব পোস্ট থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছিল।নিরাপত্তা সূত্র জানিয়েছে, পোস্টগুলোতে থাকা আফগান তালেবান সদস্যদের অনেকেই নিহত হয়েছে। এছাড়া বাকিরা পালিয়ে গেছে। হামলায় কিছু পোস্টে আগুন ধরে গেছে বলেও জানানো হয়।রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের মানোজবা ক্যাম্প, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচার কেল্লা সম্পূর্ণ ধ্বংস করেছে।নিরাপত্তা সূত্র জানিয়েছে, জঙ্গিদের...