জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিল বলেন, ‘শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প রুটে ডাইভারশন দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে।’ অন্যদিকে সকালে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ গঠনের খসড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তাদের অবরোধে ওই এলাকায়ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে তারা সরে...