শনিবার (১১ অক্টোবর) আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রবিবার ঘোষণা করেছেন যে পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে “কোনও আপস হবে না” বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান এ পর্যন্ত আফগান সীমান্তে থাকা ১৯টি পোস্ট দখল করেছে, যেখান থেকে পাকিস্তানের ওপর হামলা চালানো হচ্ছিল। নিরাপত্তা সূত্র বলছে, অনেক আফগান তালেবান নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। কিছু পোস্টে আগুন ধরে যায়। রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনারা তালেবানদের মানোজবা ক্যাম্প, জানদুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খরচার দুর্গ সম্পূর্ণ ধ্বংস করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, আফগানিস্তান থেকে গুলিবর্ষণের উদ্দেশ্য ছিল ‘খারেজি’ নামে পরিচিত সন্ত্রাসীদের পাকিস্তানের ভেতরে ঢোকানো। কিন্তু পাকিস্তানি বাহিনী দ্রুত ও শক্ত জবাব দেয়, ফলে ডজনখানেক...