লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে উপকূলের সাগর তীর থেকে গত দুই সপ্তাহে কমপক্ষে ৬১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ জরুরি চিকিৎসা ও সহায়তা কেন্দ্র জানিয়েছে, তিউনিসিয়ার সীমান্তের কাছে জুওয়ারা থেকে রাস ইজদির এলাকা থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি স্বাস্থ্য পরিষেবা সংস্থা দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের বরাত দিয়ে রোববার ১২ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে উপকূলবর্তী দুই এলাকা মেল্লিতাহ থেকে ৩ জনের এবং জুওয়ারা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর পরের দিন শনিবার জুওয়ারা, আবু কাম্মাশ ও মেল্লিথার সাগরতীর থেকে থেকে উদ্ধার করা হয় আরও ৪৬ জনের মরদেহ। প্রসঙ্গত; গত সেপ্টেম্বরের মাঝামাঝি লিবিয়ার উপকূল...