গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সব জিম্মির মুক্তিকে গেম চেঞ্জার বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই জিম্মি মুক্তি নিশ্চিত করে ইসরায়েলিদের কাছে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বিশেষ করে যেসব ইসরায়েলি গত দুই বছরের আগ্রাসনকে অর্থহীন বলে মনে করে আসছেন, তাদের কাছে নেতানিয়াহুর নীতি আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। গাজায় আগ্রাসন শুরুর ১৫ মাস পর, চলতি বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর ছিল ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের চুক্তির লক্ষ্য নিয়ে বৈঠকেও বসে দুই পক্ষ ও মধ্যস্থতাকারীরা। তবে মতপার্থক্যের কারণে ভেস্তে যায় সেই উদ্যোগ। অবশেষে ২ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। চুক্তির শর্ত অনুযায়ী, সব জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিশ্লেষকদের মতে, এই সমঝোতাকে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় একটি গেম চেঞ্জার...