নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় ইউনিয়ন (EU) অবৈধ অভিবাসন, সন্ত্রাসবিরোধী ব্যবস্থা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর একটি নতুন উদ্যোগ নিয়েছে। রোববার (১২ অক্টোবর) থেকে চালু হয়েছে ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (EES)—যা ইউরোপে ভ্রমণকারীদের ডিজিটালভাবে নিবন্ধনের একটি আধুনিক পদ্ধতি। এই ব্যবস্থা প্রথম পর্যায়ে পর্তুগালসহ কয়েকটি ইউরোপীয় দেশে চালু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আগত যাত্রীদের বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ, মুখের ছবি) সংগ্রহ করা হবে। ভ্রমণকারী কখন, কোথা থেকে, কত দিনের জন্য প্রবেশ করছেন তা ডিজিটালভাবে রেকর্ড করা হবে। পাসপোর্টে হাতে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণের সময়সীমা ট্র্যাক করা হবে। এই পদ্ধতির মাধ্যমে ইউরোপে অবৈধভাবে দীর্ঘকাল থাকা, জাল পরিচয় ব্যবহার বা আইন লঙ্ঘনকারী পর্যটকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। ভিসা ছাড়া নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন, ব্যবসা, বা পারিবারিক উদ্দেশ্যে আগত ভ্রমণকারীদের ওপর ইউরোপীয় ইউনিয়নের...