নেকটাই, ভেস্ট, ঢিলেঢালা প্যান্ট আর ফেডোরা টুপি সাধারণত একজন শক্তসমর্থ পুরুষের কথাই ভাবায়। যে অভিনেত্রী ৭০-এর দশকে মেয়েদের জন্য এ পোশাক জনপ্রিয় করেছিলেন, তিনি ডায়ান কিটন। কিংবদন্তী এই অভিনয় শিল্পী ও ফ্যাশন আইকনের জীবনাবসান হয়েছে; তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর খবর জানিয়েছেন তার সাম্প্রতিক কয়েকটি সিনেমার প্রযোজক ডরি রাথ। তবে কবে বা কোথায় কিটন মারা গেছেন, বা মৃত্যুর কারণ তিনি জানাননি। ১৯৭৭ সালে উডি অ্যালেনের সিনেমা ‘অ্যানি হল’-এ অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ডায়ান কিটন। নিউ ইয়র্কের এক তরুণীর চরিত্রে প্রাণবন্ত অভিনয় তাকে এনে দেয় সেরা অভিনেত্রীর অস্কার। সিনেমাটি আরও তিনটি অস্কার জেতে, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্রের পুরস্কারও। উডি অ্যালেনের আরও সাতটি সিনেমায় অভিনয় করেছেন কিটন। এর মধ্যে রয়েছে ১৯৭৭ সালের ‘ম্যানহাটন’, যেটিকে অ্যালেনের অন্যতম সেরা...