যেন সময় থেমে গিয়েছিল মায়ামির চেজ স্টেডিয়ামে। বল পায়ের ছোঁয়ায় ফুটবলের মায়া ছড়াচ্ছেন লিওনেল মেসি। আর গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক তার প্রতিটি ছোঁয়ায় উল্লাসে ফেটে পড়ছে। এমনই এক জাদুময় রাতে ইন্টার মায়ামি ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল আটলান্টা ইউনাইটেডকে। আর মূল পার্থক্যটা গড়ে দিলেন সেই চিরচেনা জাদুকর লিওনেল মেসি। মেসি গোল করলেন দুটি, অ্যাসিস্ট করলেন একটি। আর তারই হাত ধরে মায়ামি ছুঁয়ে ফেলল পরিপূর্ণ জয়। এই জোড়া গোলের সঙ্গে মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২৬।আরো পড়ুন:মেসির তিন অ্যাসিস্টে আর আলবার জোড়া গোলে মায়ামির দাপুটে জয়মেসির জোড়া গোলে মায়ামির জয় মেসির তিন অ্যাসিস্টে আর আলবার জোড়া গোলে মায়ামির দাপুটে জয় তবে রাতটা ছিল বিশেষভাবে জর্ডি আলবার জন্যও। মেসির দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ নিজের ক্লাব ক্যারিয়ারের শেষ ঘরের মাঠের ম্যাচ খেললেন। আর স্টেডিয়ামজুড়ে দর্শকেরা তাকে...