ঢাকা :বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হন। কন্যা দুয়ার জন্মের পর থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন এখন তার জীবনে মেয়েই প্রথম প্রাধান্য, এরপর ক্যারিয়ার। মাতৃত্বের পর ধীরে ধীরে কাজের দুনিয়ায় ফিরলেও নিজের কাজের সময় নির্ধারণে এবার দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি।হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমরা ভারতীয় চলচ্চিত্রকে শিল্প বলি ঠিকই, কিন্তু বাস্তবে কখনোই একে সংগঠিত শিল্পের মতো পরিচালনা করা হয়নি। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনেক পুরুষ তারকা দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন, কিন্তু নারী অভিনেত্রীরা একই দাবি তুললেই তা নিয়ে প্রশ্ন ওঠে।অভিনেত্রীর ভাষায়, আমি যদি নারী হয়েও ৮ ঘণ্টা কাজের কথা বলি, সেটি যদি কারও কাছে জেদ মনে হয় তাহলে তাই হোক। এটা তো গোপন কিছু নয়, পুরুষ সুপারস্টাররা বহু...