বর্তমান সময়ে সৌন্দর্যচর্চার জগতে ‘লাটে মেইকআপ’ বেশ আলোচিত। মেইকআপ প্রেমীদের কাছে এই সাজের কদর হাল সময়ে বেড়েছে অনেকগুণ। কারণ এই ভাবে দেখতে যেমন মার্জিত ও কোমল দেখা যায়, তেমনি তৈরি করাও তুলনামূলক সহজ। মেইকআপ ট্রেন্ডটির নাম কিছুটা অন্যরকম হলেও লাটে মেইকআপ মূলত এমন সাজ, যা ত্বকে উষ্ণ, ব্রোঞ্জ আভা এনে দেয়। “মানে এক কাপ লাটে কফির রং-ই যেন ত্বকে ফুটে ওঠে” বলেন জারা'স বিউটি বিউটি লাউঞ্জ এবং ফিটনেস সেন্টারের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। তিনি ব্যাখ্যা করেন, “এই ‘লুকে’র বিশেষত্ব হল বিভিন্ন বাদামি, ট্যান এবং সোনালি টোনের মিশ্রণ। এটি ত্বকে গভীরতা ও উজ্জ্বলতা এনে দেয়। আলাদা কোনো মৌসুমের জন্য নয় বরং সারাবছরই এটি মানানসই, তবে গ্রীষ্মকালে এই উষ্ণ সাজ আরও বেশি আবেদনময় হয়ে ওঠে।“ বাদামি রংয়ের বহুমাত্রিক ব্যবহারই এই সাজ সবার জন্য...