দিনের খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইয়াশাসভি জয়সওয়াল। পাশ দিয়ে ব্রায়ান লারাকে যেতে দেখে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির দিকে এগিয়ে গেলেন ভারতীয় ওপেনার। অল্প সময়ের সেই কুশল বিনিময়ের মুহূর্তে জয়সওয়ালকে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও না হওয়ার ‘অনুরোধ’ করলেন লারা। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং গ্রেট যদিও মজার ছলেই এমনটা বলেছেন। তবে দিল্লি টেস্টে তার উত্তরসূরিদের বিপক্ষে ব্যাট হাতে যেভাবে ছড়ি ঘুরিয়েছেন জয়সওয়াল, তাতে স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা লারার। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে রান আউটে কাটা পড়েন জয়সওয়াল। এর আগেই অবশ্য ২২ গজে যা করার করে ফেলেন তিনি। ২৫৮ বল খেলে ২২ চারে উপহার দেন ১৭৫ রানের চমৎকার ইনিংস। জয়সওয়ালের সেঞ্চুরির পর অপরাজিত ১২৯ রান করেন শুবমান গিল। ৫ উইকেটে ৫১৮ রান করে প্রথম ইনিংসে ঘোষণা করে ভারত। শনিবার দিনের...