জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা নতুন এক অর্জনের খবর জানালেন। ‘তুই আমার মন’ শিরোনামের তাঁর গাওয়া একটি গান ইউটিউবে ছুঁয়েছে ১০ কোটি ভিউয়ের মাইলফলক। ২০১৭ সালে প্রকাশিত তপু খান নির্মিত ওয়েব ধারাবাহিক ‘এডমিশন টেস্ট’-এর জন্য গানটি তৈরি করা হয়েছিল। সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ। কণ্ঠ দিয়েছেন কনা এবং কলকাতার আকাশ সেন। গানটি প্রকাশ করেছিল সিএমভি। গানটি জনপ্রিয়তার পাশাপাশি কনার ক্যারিয়ারে যোগ করেছে নতুন এক রেকর্ড। এই অর্জন প্রসঙ্গে কনা বলেন, ‘এই ভালো লাগাটা ভাষায় বোঝানো সম্ভব না। একজন শিল্পীর জীবনে ১০ কোটি মানুষের শোনা বা দেখা সত্যিই বড় এক পাওয়া। এটা আমার পরের কাজের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, দায়িত্বও বাড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘যে সব পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক ও গীতিকার শুরু থেকেই আমার ওপর আস্থা রেখেছেন, আমি তাঁদের...