বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি এ দেশের জনগণ বোঝে না। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে, কিন্তু এর আসল লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশবাসী মেনে নেবে না।” রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত একটি স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয়। সভার সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। মির্জা ফখরুল বলেন, “আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি। গত ১৫ বছর একটি ফ্যাসিস্ট দল দেশের গণতন্ত্র, অর্থনীতি ও জনগণের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত করেছে। তবে...