গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার সেখানে আকস্মিক সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এই সফরের ঘোষিত উদ্দেশ্য হলো গাজার পুনর্গঠন সহায়তা সমন্বয় এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। অ্যাডমিরাল কুপার সামাজিক মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, তিনি গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে একটি 'সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার' (CMCC) তৈরির বিষয়ে আলোচনা করেছেন। এই কেন্দ্রটির নেতৃত্ব দেবে সেন্টকম। এর মূল কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয় করা। গাজায় সেনা নয়, পরামর্শক হিসেবে থাকবে মার্কিন বাহিনীতবে অ্যাডমিরাল কুপার স্পষ্ট করে দিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। তিনি জানান, মার্কিন বাহিনী মাটিতে যুদ্ধ করবে না বা প্রশাসনিক দায়িত্বও নেবে না। বরং তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে শুধু পরামর্শক হিসেবে কাজ করবে। এরই...