দিল্লি টেস্টে সেঞ্চুরি করে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আবারও প্রমাণ করেছেন কেন তাকে ভারতের ব্যাটিং ভবিষ্যৎ বলা হচ্ছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। হাঁকান ২২টি বাউন্ডারি। তার শৈল্পিক স্ট্রোক আর আগ্রাসী ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান ক্যারিবিয়ান কোচ কিংবদন্তি ব্রায়ান লারাও। গতকাল রবিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ব্রায়ান লারা ভারতীয় ডাগ-আউটে গিয়ে জয়সোয়ালকে অভিনন্দন জানান। বিসিসিআই শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, লারাকে দেখে যশস্বী হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলেন, ‘স্যার কেমন আছেন?’ লারা বলেন, ‘খারাপ নয়। আমি ভালই আছি।’ যশস্বী আবারও বলেন, ‘স্যার, আপনি ভালো আছেন তো?’ এরপর লারা বলেন, ‘আমাদের বোলারদের এত মার দিও না!’ তরুণ যশস্বী হেসে বলেন, ‘না, ঠিক আছে। আমি...