পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীগুলোর মধ্যে সীমান্তে রাতভর গোলাগুলির সময় তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার করেছে বলে দাবি কাবুলের। শনিবার রাতে আফগানিস্তানের সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে। গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিশোধ নিতে এ রাতে পাল্টা হামলা চালানো হয় বলে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা বন্দুক ও কামান থেকে গোলাগুলি ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। আফগানিস্তান জানিয়েছে, তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে আর তাদের পক্ষে ২০ আফগান সেনা নিহত বা আহত হয়েছেন। তবে রয়টার্স জানিয়েছে, কতোজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তা তারা কীভাবে জানল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তালেবান প্রশাসন। পাকিস্তান তাৎক্ষণিকভাবে কাবুলের এ দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় আফগান বাহিনীর অনেকে হতাহত...