দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া মাত্র ১৯১ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির আশা নিয়েই সিরিজ শুরু করেছিল টাইগাররা। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় সেই লক্ষ্য এখন আরো দূরে সরে যাচ্ছে। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি এবং সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে। মিরাজের মতে, দলের মূল সমস্যাটা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে, আমি ব্যাটারদের বলেছিলাম টপ অর্ডারে জুটি গড়তে হবে। আমরা শুরু করি ঠিকই, কিন্তু যখন দায়িত্ব নেওয়ার সময় আসে, তখনই বিপর্যয় ঘটে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব...