দেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ। প্রায় তিন দশক ধরে দেশের সংগীতাঙ্গনে তার অবদান অনস্বীকার্য। শুধু নজরুলসংগীত নয়, উচ্চাঙ্গসংগীত থেকে আধুনিক সব ধরনের সংগীতে সমানভাবে দক্ষতার ছাপ রেখেছেন তিনি। তার কণ্ঠ ও সুরের জাদুতে বাংলাদেশের সংগীতপ্রেমীদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। তার এই বিশেষ দিনে প্রতিবারের মত এবারও সংগীত অঙ্গনের সহকর্মী, শ্রোতা ভক্তদের কাছ থেকে জন্মদিনের প্রথম প্রহর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গুণী এই শিল্পী । সেই সঙ্গে এদিন তিনি উপস্থিত হয়েছিলেন চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’এ। নিজের জন্মদিন প্রসঙ্গে ফেরদৌস আরা নিজের ছেলেবেলা এক স্মৃতিস্মরণ করে বলেন যে, “চার ভাইয়ের এক বোন ছিলেন। তাইতো বরাবরই পরিবারের মধ্যমণি ছিলেন তিনি। তাইতো তার জন্মদিনের আয়োজনটাও বাকি ভাইদের তুলনায় বিশেষ ভাবে উদযাপন করা হতো। কিন্তু মজার বিষয়টি অন্য জায়গায়।”...