আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে। কুনার-কুররামসহ উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর হামলার কথা নিশ্চিত করেছে আফগান তালেবান সরকার।তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। এর আগে, গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালায় পাকিস্তান, এমন অভিযোগ এনেছিল তালেবান সরকার। ইসলামাবাদ অবশ্য দাবি করেছে, সেটি ছিল সন্ত্রাসী হামলার প্রতিশোধে চালানো ‘প্রতিশোধমূলক অভিযান’। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করে বলেন, আফগান বাহিনীর হামলাগুলো ছিল ‘বিনা উস্কানিতে’, এবং এতে বেসামরিক নাগরিকদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে জবাব দেব। ইসলামাবাদ দাবি করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। তবে তালেবান সরকার এই...