এ সমস্যার সমাধান হিসেবে মেটা হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক প্রোফাইল লিংক যুক্ত করার সুবিধা চালু করতে যাচ্ছে। চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই অন্যরা সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারবে। প্রযুক্তি ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানায়, ফেসবুক লিংকের সুবিধাটি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে দেখা গিয়েছিল। এখন আইওএস বেটা ব্যবহারকারীরাও এটি পাবেন। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের অনলাইন পরিচয় এক জায়গায় তুলে ধরতে পারবেন, যা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সংযোগ আরও শক্তিশালী করবে। সুবিধাটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইলের ‘এডিট’ অংশে ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করতে হবে। লিংক যুক্ত হলে এটি প্রোফাইলের যোগাযোগ তথ্যের নিচে দেখা যাবে। এরপর ব্যবহারকারীরা এক ক্লিকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক পেজে যেতে পারবেন। লিংকটি...