আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে দেশটির সংবাদমাধ্যম টোলোনিউজ এই তথ্য জানায় বলে নিশ্চিত করেছে আলজাজিরা।তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সীমান্ত এলাকায় আফগান বাহিনী প্রতিশোধমূলক অভিযান চালিয়ে পাকিস্তানের ২৫টি সামরিক ঘাঁটি দখল করেছে এবং অন্তত ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন।জাবিউল্লাহ জানান, আফগান বাহিনী এখন দেশের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে এবং পাকিস্তানি বাহিনীর ‘অবৈধ কার্যকলাপ’ প্রতিরোধ করা হয়েছে।তবে এসব দাবি নিয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানেরঅন্যদিকে, তালেবান সরকার অভিযোগ করেছে, পাকিস্তান কয়েক দিন আগে আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী একটি...